সাতক্ষীরায় হাজী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। হাজী কল্যাণ সংস্থা সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে শনিবার দুপুরে শহরের অদূরে তুফান কনভেনশন সেন্টারে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
হাজী কল্যাণ সংস্থা সাতক্ষীরা জেলা শাখার সভাপতি শেখ নিজাম উদ্দীনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।
সম্মেলনে অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুনসুর আহমেদ, জেলা হাজী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, আলহাজ্ব বিএম নজরুল ইসলাম, মাওলানা আফসার উদ্দীন, তহিদুর রহমান ডাবলু প্রমুখ।
সম্মেলনে প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন খুলনার হাফেজ মাওলানা মুফতি ইমরান উল্লাহ। বক্তারা এ সময় হজের তাৎপর্যসহ বিশদ আলোচনা করেন। উক্ত হজ সম্মেলনে জেলার বিভিন্ন স্থানের সহস্রাধিক হাজী সেখানে উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/৭ এপ্রিল, ২০১৮/ফারজানা