খুলনার কয়রায় এইচএসসি পরীক্ষায় নকলে বাধা দেয়ায় কক্ষ পরিদর্শক অরুন মল্লিককে মারধর করেছে শিক্ষার্থীরা। তিনি কয়রা সরকারি মহিলা কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক।
শনিবার দুপুরে ইংরেজী দ্বিতীয় পত্র পরীক্ষা শেষ হওয়ার পর উপজেলার তকিম উদ্দীন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
হল সুপার মো. হাবিবুর রহমান জানান, শিক্ষক অরুন মল্লিক কেন্দ্রের ৬ নম্বর কক্ষে পরিদর্শকের দায়িত্ব পালন করছিলেন। পরীক্ষা চলাকালীন সময়ে কয়েকজন ছাত্র অসদুপায় অবলম্বন করলে তিনি বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে পরীক্ষা শেষে দলবদ্ধ হয়ে তারা ওই শিক্ষকের উপর হামলা চালায়। এসময় আশেপাশে থাকা অন্য শিক্ষকরা তাকে উদ্ধার করেন।
লাঞ্ছিত শিক্ষক অরুন মল্লিক বলেন, যথাযথভাবে দায়িত্ব পালন করায় ছাত্ররা ক্ষিপ্ত হয়ে আমার উপর হামলা চালিয়েছে। ঘটনাটি কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিমুল কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিক্ষক লাঞ্ছিত হওয়ায় ঘটনা দুঃখজনক। এ বিষয়ে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডিপ্রতিদিন/ ই-জাহান