বগুড়া সঞ্চয় অফিস/ব্যুরোর উদ্যোগে শনিবার জাতীয় সঞ্চয় সপ্তাহ শুরু হয়েছে। চলবে ১৩ এপ্রিল পর্যন্ত। এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী।
'সঞ্চয় আপনার ও জাতির সমৃদ্ধি আনে, সঞ্চয় করুন দেশ গড়ুন' শ্লোগানকে সামনে রেখে এবারের সঞ্চয় সপ্তাহ উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে বগুড়ায় শনিবার সকালে একটি বর্ণাঢ্য র্যালি জেলা প্রশাসন কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে অংশ নেন- জেলা প্রশাসক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রায়হানা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্ত্তী, জেলা সঞ্চয় অফিস/ ব্যুরোর সহকারী পরিচালক হোসনে আরা বেগম প্রমুখ। এছাড়া র্যালিতে সরকারি-বেসরকারি সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানও অংশ নেয়।
এই আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা সঞ্চয় অফিস/ ব্যুরোর সহকারী পরিচালক হোসনে আরা বেগম। তিনি জানান, বগুড়া সঞ্চয় অফিস/ব্যুরো চলতি অর্থবছরের অনেকটা আগেই নির্দিষ্ট টার্গেটের চেয়ে বেশি অর্জন করেছে। চলতি অর্থবছরের জন্য টার্গেট দেয়া হয় ১২৫ কোটি টাকা। এ বছর মার্চ শেষে অর্জিত হয়েছে ১৬৫ দশমিক ১৬ কোটি টাকা। অর্থবছর শেষে সঞ্চয়পত্র বিক্রি আরও বেড়ে যাবে। বগুড়া সঞ্চয় অফিসে চার শ্রেণির সঞ্চয়পত্রের মধ্যে বেশি বিক্রি হচ্ছে পরিবার সঞ্চয়পত্র। এই শ্রেণির সঞ্চয়পত্র মার্চ মাস পর্যন্ত টার্গেটের চেয়ে বেশি অর্জিত হয়েছে। চলতি অর্থবছরে পারিবারিক সঞ্চয়পত্র বিক্রির টার্গেট দেয়া হয় ৫৬ কোটি টাকা। মার্চ মাস পর্যন্ত অর্জিত হয় ৮৩ দশমিক ২৫ কোটি টাকা। আশা করা হচ্ছে বছর শেষে পরিবার সঞ্চয়পত্র বিক্রি আরও বাড়বে।
বিডি প্রতিদিন/০৭ এপ্রিল ২০১৮/এনায়েত করিম