বগুড়া পল্লী উন্নয়ন ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম সানজিদা আক্তার সিলমন (১৬)।
শেরপুর উপজেলার গাড়ীদহ মাদ্রাসাপাড়াস্থ নিজ বাসার শয়নকক্ষ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। সে ওই গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য কোব্বাত আলী মেয়ে।
স্থানীয় এলাকাবাসী জানায়, শুক্রবার দুপুরের পর অনেক ডাকাডাকির পরও সানজিদা আক্তার ঘরের দরজা না খোলায় পরিবারের লোকজন দরজা ভেঙে ফেলেন। এরপর ঘরের মধ্যে প্রবেশ করে তার ঝুলন্ত লাশ দেখতে পান। তাৎক্ষণিক থানায় সংবাদ দেয়া হলে পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে থানায় আনা হয়।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) বুলবুল ইসলাম জানান সংবাদ পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়। পাশাপাশি ময়না তদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়। কিন্তু পরিবারের অনুরোধ ও কোন অভিযোগ না থাকায় ঘটনার রাতেই তার লাশ পরিবারকে দেয়া হয়েছে ।
বিডিপ্রতিদিন/ ই-জাহান