টেকনাফে মালিকবিহীন ৯০ লাখ টাকার মূল্যমাণের ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। ২ বর্ডার গার্ড বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আছাদুদ-জামান চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার ভোরে ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ টেকনাফ বিওপির সুবেদার মোঃ আশরাফুল আলমের নেতৃত্বে একটি বিশেষ টহল দল নাফনদীতে নিয়মিত টহলে গমন করে। গোপন সংবাদের ভিত্তিতে পাথর ঘাটা বরাবর জঙ্গলের ভিতর দিয়ে একটি ইয়াবার চালান মিয়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করতে পারে। উক্ত সংবাদের ভিত্তিতে টহল দল বর্ণিত এলাকায় অবস্থান নেয়।
তিনি আরও বলেন, পরবর্তীতে চারঁজন ব্যক্তিকে একটি কাঁঠের পিঁড়া মাথায় করে আসতে দেখে সন্দেহ হওয়ায় টহল দল তাকে চ্যালেঞ্জ করে। টহল দলের আকষ্মিক উপস্থিতিতে ইয়াবা পাচারকারীরা জঙ্গলের পার্শ্ববর্তী গ্রামে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে টহল দল ইয়াবা পাচারকারীর পিছনে ধাওয়া করে।এক পর্যায়ে ইয়াবা পাচারকারী তার মাথায় থাকা কাঠের পিড়াটি ফেলে দিয়ে দ্রুত দৌড়ে পার্শ্ববর্তী গ্রামে পালিয়ে যায়।
বিজিবি অধিনায়ক জানান, পরে ইয়াবা পাচারকারী কর্তৃক ফেলে যাওয়া কাঠের পিড়াটি ভেঙ্গে তার ভেতর হতে ৯০ লাখ টাকা মূল্যমানের ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। যা পরবর্তীতে উর্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর