পিরোজপুরে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহের চেষ্টাকালে দুই শিক্ষককে আটক করেছে পুলিশ।
শনিবার ইন্দুরকানী উপজেলায় এফ করিম মাদ্রাসায় পরীক্ষা চলাকালীন সময় তাদের আটক করা হয়।
জানা যায়,ইন্দুরকানী এফ করিম মাদ্রাসায় অবস্থিত কেন্দ্রের পাশে মাওলানা আমির হোসেনের বাড়িতে বসে পরীক্ষার হলে নকল সরবরাহের প্রস্তুতি চলার খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে ইন্দুরকানী কলেজের ইসলামী শিক্ষা বিষয়ের শিক্ষক মাওলানা আমির হোসনে ও এ্যাকাউটিং বিষয়ের শিক্ষক আব্দুল মালককে হাতেনাতে আটক করে পুলিশ। তাদের মোবাইল ফোনে প্রশ্নপত্র এনে বাড়িতে বসে উত্তর তৈরি করছিল এ দুই শিক্ষক। তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন ও কিছু বই উদ্ধার করা হয়। এর মধ্যে এক শিক্ষকের ছেলে পার্শ্ববর্তী কেন্দ্রে পরীক্ষা দিচ্ছিল।
ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ জানান,আটক দুজনের বিরুদ্ধে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।
বিডিপ্রতিদিন/ ই-জাহান