চলতি এইচএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদের কাছে ছড়িয়ে দেওয়ার অভিযোগে টাঙ্গাইলে আজ সন্ধ্যায় এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। ওই যুবকের নাম কাউছার রহমান (২১)। তিনি সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের ফতেপুর গ্রামের শাহাদৎ হোসেনের ছেলে।
র্যাব-১২ এর তিন নম্বর কোম্পানী কমান্ডার মেজর রবিউল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত কাউছার চলতি এইচএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও হোয়াটসআপ ব্যবহার করে বিভিন্ন গ্রুপে ছড়িয়ে দিচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার র্যাবের একটি দল কাউছারকে তার নিজ গ্রাম থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত কাউছার টাঙ্গাইলের সরকারি এম এম আলী কলেজের গণিত বিভাগের সন্মান ২য় বর্ষের শিক্ষার্থী। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার