লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। প্রশিক্ষণ শেষে আজ (রবিবার) সকালে মার্চ্চেন্টস্ একাডেমী মাঠে সনদ বিতরণ করা হয়েছে। গত ০৮ মার্চ মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, সাবেক সাংসদ হারুনুর রশিদ। উপজেলার বিভিন্ন স্কুল থেকে বাছাই করে ৫০ জন খেলোয়াড়কে ১ মাস প্রশিক্ষণ দেওয়া হয়।
উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রানী রায়ের সভাপতিত্বে সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মামুনুর রশিদ, রায়পুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইসমাইল খোকন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন ক্লাবের খেলোয়াড়, প্রশিক্ষণার্থী ও স্থানীয় সাংবাদিক উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/৮ এপ্রিল ২০১৮/হিমেল