বগুড়ায় র্যাব সদস্যদের অভিযানে ভুয়া প্রশ্ন ফাঁসকারী প্রতারক চক্রের সদস্য কলেজ ছাত্র মাহবুব আলম (২৪) কে গ্রেফতার হয়েছে।
শনিবার রাতে বগুড়ার ধুনটের বানীয়াগাতী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পেছনে রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই এলাকার হোসেন আলীর ছেলে। এ সময় প্রশ্ন ফাঁস সংক্রান্তে ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করে র্যাব সদস্যরা।
রবিবার বেলা ১১ টায় র্যাব বগুড়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোরশেদ জানান, গ্রেফতারকৃত ব্যক্তি মাহবুবকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এতে সে স্বীকার করেছে, তার ব্যবহৃত মোবাইলে ফেসবুক ম্যাসেঞ্জার এ্যাপ্লিকেশনের মাধ্যমে ছদ্মনামে গ্রুপ তৈরী করে যার সদস্য সংখ্যা ২শ জন। সে টাকার বিনিময়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে চলমান এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র দেয়ার কথা বলে শিক্ষার্থীদের কাছে থেকে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নেয়ার পরিকল্পনা করে। এরই মধ্যে অজ্ঞাতনামা ২ ব্যক্তির কাছে থেকে ৫ শ' টাকা বিকাশের মাধ্যমে হাতিয়ে নেয়।
র্যাব কর্মকর্তা আরো জানান, গ্রেফতারকৃত ব্যক্তি আর্থিকভাবে লাভবান এবং মিথ্যা প্রশ্নপত্র সম্প্রসার প্রকাশ করে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টা করেছিল।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন