বগুড়ায় শান্তিপূর্ণভাবে এইচএসসি ও সমমানের মাদ্রাসা বোর্ডের আলিম ও কারিগরি বোর্ডের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে প্রথম দিনে অনুপস্থিত ছিল ৪০৬ জন পরীক্ষার্থী।
সোমবার এইচএসসি পরীক্ষার প্রথম দিনে জেলার সকল পরীক্ষা কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।জেলায় এবার এইচএসসি ও সমমানের মোট পরীক্ষা দিচ্ছে ২৮ হাজার ২২৪ শিক্ষার্থী।
বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুস সামাদ জানান, বগুড়া জেলায় মোট কেন্দ্র রয়েছে ৩০টি। মোট শিক্ষার্থী ২২ হাজার ৪০৪। উপস্থিত ২২ হাজার ১১৬। অনুপস্থিত ২৮৮ শিক্ষার্থী। আলিম পরীক্ষার কেন্দ্র ১৪টি, মোট শিক্ষার্থী ১ হাজার ৯১৭জন, অনুপস্থিত ছিল ৪৪ জন। কারিগরি শিক্ষার পরীক্ষা কেন্দ্র ১৫টি, শিক্ষার্থী ৩ হাজার ৯০৩ জন। অনুপস্থিত ছিলেন ৭৪ জন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন