কক্সবাজারের টেকনাফ সীমান্তে গেল মার্চ মাসে বিজিবির অভিযানে ৩৫ কোটি ৪৪ লাখ ৩০ হাজার ৭৫০টাকার ইয়াবা, মাদকদ্রব্য ও চোরাই পণ্য জব্দ করা হয়েছে। এসব জব্দের ঘটনায় ২৭টি মামলায় ১৩ জন আটক করা হয়। এছড়া ইয়াবা উদ্ধারের সময় বন্দুকযুদ্ধে ছয় মাদক পাচারকারী নিহত হয়েছেন।
টেকনাফ ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার বলেন, মার্চ মাসে সীমান্ত ও চেকপোস্টে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ১১লাখ ৭৩হাজার ৩শ'৫৪পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে। এতে মালিকসহ ৩লাখ ২১হাজার ৭শ'৮১পিস এবং মালিক বিহীন ৮লাখ ৫১হাজার ৫৭৩পিস ইয়াবা ট্যাবলেট ছিল। এ সব ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৩৫কোটি ২০লাখ ৬হাজার ২০০টাকা বলে জানায়। এছাড়া ইয়াবা জব্দের ঘটনায় ২০টি মামলায় ১২ জনকে আটক করা হয়েছে এবং ইয়াবা উদ্ধারের সময় বন্দুকযুদ্ধে ছয়
মাদক পাচারকারী নিহত হয়েছেন।
অপরদিকে সীমান্ত এলাকায় বিজিবি অভিযান চালিয়ে ২৩বোতল বিদেশি মদ,২৮০ক্যান বিয়ার, ৫০বোতল ফেনসিডিল, সাড়ে ৪কেজি গাঁজা জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১লাখ ৪৫হাজার ২৫০টাকা বলে জানায়। এ সব ঘটনায় ৩টি মামলায় একজনকে আটক করা হয়।
এছাড়া সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২২লাখ৭৯হাজার ৩০০টাকা মূল্যের চোরাই পণ্য জব্দ করা হয়েছে। এ সব জব্দের ঘটনায় ৪টি মামলায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, বিজিবির সদস্যরা সীমান্তে রাত দিন পরিশ্রম করে পাহাড়া দিয়ে যাচ্ছেন। এছাড়া সীমান্তে বিজিবির টহল জোরদার রয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন