বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে রাজশাহীতে শোভাযাত্রা ও আলোচনা সভা করেছে সমাজসেবা অধিদফতর।দিবসটি উপলেক্ষ মঙ্গলবার সকালে নগরীর সিঅ্যান্ডবি মোড় থেকে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা প্রশাসক এসএম আবদুল কাদের। শোভাযাত্রাটি শিশু একাডেমিতে গিয়ে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় রাজশাহী জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক রাশেদুল কবীরের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিভাগীয় পরিচালক হাসিনা মমতাজ, অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব, ডা. রাসেউল কবীর, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. শরিয়তুল্লাহ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন