বরিশালে ই-নামজারি ব্যবস্থাপনা কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে ব্যবহারকারীদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে নিজস্ব হলরুমে মঙ্গলবার সকাল ১১টায় প্রশিক্ষণ কোর্সের উদ্ধোধন করেন বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস।
জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আবুল কালাম আজাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইকবাল আখতার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদা আক্তার মনি সহ প্রশিক্ষনার্থী ভূমি সংশ্লিস্ট বরিশাল ও পটুয়াখালী জেলার কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
নাগরিক কর্নার ও নামজারি আবেদনের প্রক্রিয়া, লগ-ইন, আবেদন প্রসেসিং, অর্ডার শিট প্রস্তুত, ১ম আদেশ প্রদান, প্রস্তাবপত্র ও প্রতিবেদনসহ বিভিন্ন বিষয়ে কর্মশালায় প্রশিক্ষন দেওয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার