প্রাকৃতিক গ্যাস রয়েছে কিনা তা অনুসন্ধানে নেত্রকোনায় কাজ করছে বাংলাদেশ প্রেট্রোলিয়াম কোম্পানি বাপেক্সের একটি প্রতিনিধি দল। সোমবার দুপুরে সদর উপজেলার মেদনী ইউনিয়নের বড়ওয়ারি গ্রামের আয়ূব আলীর বাড়িতে নলকূপ থেকে গ্যাস বের হওয়ার খবর পেয়ে অনুসন্ধানে নেমেছে বাপেক্স।
বোতলে ভরে গ্যাস সংগ্রহ করে তা ল্যাব টেস্টে নেয়া হচ্ছে বলে জানান জিএলও বিভাগের ডিজিএম ওয়াহিদুল ইসলাম। এছাড়াও নেত্রকোনা জেলার বিভিন্ন উপজেলা থেকেও নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে বলে জানান বাপেক্স প্রতিনিধিরা।
এসময় নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক মনোয়ার হোসেন, মেদনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ স্থানীয় গ্রামবাসী উপস্থিত ছিলেন।
এর আগে, প্রায় ১ মাস ধরে বড়ওয়ারী গ্রামের মৎস্য চাষী আয়ূব আলীর বাড়িতে টিবওয়েল স্থাপন করতে গিয়ে গ্যাস বের হতে থাকে। এমন খবরে জেলা প্রশাসক মো. মঈনউল ইসলাম বাপেক্সে বিষয়টি অবহিত করেন। এরই প্রেক্ষিতে সোমবার দিনব্যাপী ঘটনাস্থল পরিদর্শন ও পরীক্ষা নিরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেন বাপেক্সের প্রতিনিধিরা।
বিডি প্রতিদিন/এনায়েত করিম