২৪ এপ্রিল, ২০১৯ ১২:৫০

পাবনায় তিন পুলিশ হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

পাবনায় তিন পুলিশ হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন

প্রতীকী ছবি

পাবনার বেড়ায় চাঞ্চল্যকর তিন পুলিশ হত্যা মামলায় ৮ চরমপন্থীর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিন আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে। 

বুধবার বেলা পৌনে ১২টার দিকে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার এ রায় ঘোষণা করেন। 

রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালে আদালতের পিপি অ্যাডভোকেট এন্তাজুল হক বাবু জানান, মামলায় মোট ১৫ জন আসামি ছিল। এর মধ্যে চার আসামি গত বছর ক্রসফায়ারে নিহত হন। বাকি ১১ জন আসামির মধ্যে ৮ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিন আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত আসামির মধ্যে দুইজন এখনো পলাতক রয়েছেন।

এর আগে ২০১০ সালের ২০ জুলাই পাবনার বেড়ায় চরমপন্থীদের হাতে নিমর্মভাবে খুন হন বেড়া উপজেলার ঢালাচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক কফিল উদ্দিন (৫০), নায়েক ওয়াহেদ আলী (৩৫) ও কনস্টেবল শফিকুল ইসলামকে (৩৫) গুলি করে হত্যা করে চরমপন্থীরা। তারা নিষিদ্ধঘোষিত চরমপন্থী দল পূর্ব বাংলা সর্বহারা পার্টির সদস্য।

বিডি প্রতিদিন/২৪ এপ্রিল ২০১৯/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর