২৫ মে, ২০১৯ ১৭:৩০

দিনাজপুরে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

দিনাজপুরের রোলেক্স বেকারিকে ৬ লাখ টাকা জরিমানা এবং ১০ লাখ টাকার বিষাক্ত কেমিক্যাল ও ভেজাল সেমাই ধ্বংস করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

র‌্যাব-১৩ দিনাজপুরের একটি দল র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমানের নেতৃত্বে শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনাজপুর শহরের উত্তর গোসাইপুরে রোলেক্স বেকারির কারখানায় অভিযান চালায়। এ সময় র‌্যাব-১৩ দিনাজপুর ক্যাম্প কমান্ডার মেজর গালিব মুহম্মদ নাতিকুর রহমান উপস্থিত ছিলেন।

র‌্যাব জানায়, কারখানার মালিক মোঃ আশরাফুল ইসলামকে খাদ্যে বিষাক্ত কেমিক্যাল মিশ্রণ, বিষাক্ত কেমিক্যাল মজুদ ও মেয়াদ উত্তীর্ণ সেমাই মজুদ নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরী এবং ভেজাল বেকারী পণ্য উৎপাদন বাজারজাত ও বিপণনের অভিযোগে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ৩৩ ধারা মোতাবেক নগদ ৬ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ডে দণ্ডিত করেন। এছাড়াও প্রায় ১০ লাখ টাকা সমমূল্যের বিষাক্ত কেমিক্যাল ও মেয়াদ উত্তীর্ণ সেমাই জব্ধ করে তা ধ্বংস করা হয়।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর