২৬ জুন, ২০১৯ ১৮:২০

বরগুনায় স্কুলছাত্রীকে ধর্ষণ

বরগুনা প্রতিনিধি:

বরগুনায় স্কুলছাত্রীকে ধর্ষণ

প্রতীকী ছবি

বরগুনার তালতলী উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়নের হেলেঞ্চাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে উঠেছে। এ ঘটনায় বিদ্যালয়ের দপ্তরি তানভীরকে (২৮) বুধবার স্কুল থেকে বরখাস্ত করা হয়েছে। 

শনিবার সকালে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী স্কুলে আসার পরে দপ্তরি তানভীর তাকে ডেকে একটি রুমে নিয়ে ধর্ষণ করে। ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য ওই রাতে স্থানীয় ইউপি সদস্য মাঈনুদ্দিন ধর্ষিতার বাড়িতে গিয়ে সালিসি বৈঠক বসিয়ে ধর্ষক তানভীরের ৫০ হাজার টাকা জরিমানা করে। ইউপি সদস্য মাঈনুদ্দিন বিষয়টি অন্য কাউকে না জানানোর জন্য শিক্ষার্থীর মা-বাবাকে শাসিয়ে আসে। 

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম জানান, প্রাথমিক তদন্তে দপ্তরির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যাওয়ায় তাকে চাকরিচ্যুত করা হয়েছে। 

স্থানীয়রা জানায়, ইউপি সদস্যর ভয়ে শিক্ষার্থীর পরিবার আইনের আশ্রয় নিতে পারছে না। 

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শাহিন বলেন, এ ব্যাপারে ঘটনাস্থলে গিয়ে ওই পরিবারের সাথে কথা বলেছি। তারা ধর্ষণের বিষয় কোন কিছু বলতে না চাওয়ায় আইনগত ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর