ভোলা-৩ আসনের এমপি নুরুন্নবী চৌধুরী শাওনের পিতা আলহাজ্ব মো: নুরুল ইসলাম চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে।
শুক্রবার বাদ জুমা লালমোহন হাইস্কুল মাঠে মরহুমের তৃতীয় নামাজে জানাজায় মুসল্লিদের ঢল নামে। জানাজা নামাজের সময় এমপি নূরুন্নবী চৌধুরী শাওন, ভোলা-২ আসনের এমপি আলী আজম মুকুল, সাবেক এমপি মেজর (অবঃ) জসিম উদ্দিন, জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় ঢাকা থেকে মোবাইল কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এ সময় তোফায়েল আহমেদ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি মরহুম নুরুল ইসলাম চৌধুরীর প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, বুধবার ভোর ৪টায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে নুরুল ইসলাম চৌধুরী ইন্তেকাল করেণ। বৃহস্পতিবার সকাল ৯টায় ঢাকা মগবাজার মধুবাগ স্কুল মাঠে প্রথম জানাজা নামাজ এবং সাড়ে ১০টায় বায়তুল মোকাররম মসজিদ প্রাঙ্গনে দ্বিতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। আজ বাদজুমা তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন