শিরোনাম
২১ জুলাই, ২০১৯ ২১:৫১

মুন্সীগঞ্জে দাফনের ১০ মাস পর যুবকের মরদেহ উত্তোলন

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে দাফনের ১০ মাস পর যুবকের মরদেহ উত্তোলন

মুন্সীগঞ্জে কবরস্থান থেকে দাফনের ১০ মাস ৬ দিন পর এক যুবকের মরদেহ উত্তোলন করা হয়েছে। 

জেলার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় রবিবার দুপুরে সদর উপজেলার সিপাহীপাড়া কবরস্থান থেকে মরদেহটি উত্তোলন করা হয়। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট কে. এম. রফিকুল ইসলামের তত্বাবধানে এ সময় নিহতের মা উপস্থিতি ছিলেন। 

আদালত সূত্রে জানা গেছে, গত বছরের ১৪ সেপ্টেম্বর রাতে সদর উপজেলার সিপাহীপাড়া এলাকার মৃত হুমায়ুন তালুকদারের ছেলে মো. রুবেলের রহস্যজনক মৃত্যু হয়। পরদিন সকালে ময়নাতদন্ত ছাড়াই স্ত্রীর বাড়ির লোকজন সিপাহীপাড়া কবরস্থানে রুবেলকে দাফন করে। এ ঘটনায় নিহতের মা রহিমা বেগম বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করলে নিহতের স্ত্রী ফাহিমা, শাশুড়ি শ্যামলী ও শ্যালক এমরানকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে তারা জেলা কারাগারে রয়েছেন। 

এদিকে মামলার অধিকতর তদন্তের স্বার্থে দাফনকৃত মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট কে.এম.রফিকুল ইসলাম জানান, আদালতে নির্দেশে ময়নাতদন্তের জন্য মরদেহটি উত্তোলন করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর