২১ আগস্ট, ২০১৯ ১৯:৩৭

গ্রেনেড হামলায় জড়িতদের শাস্তির দাবীতে খাগড়াছড়িতে মানববন্ধন

মো. জহুরুল আলম, খাগড়াছড়ি :

গ্রেনেড হামলায় জড়িতদের শাস্তির দাবীতে খাগড়াছড়িতে মানববন্ধন

২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার সাথে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়িতে। আজ বুধবার জেলা শহরের খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ের সমানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রণ বিক্রম ত্রিপুরার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, পৌরসভা মেয়র রফিকুল আলম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া,আওয়ামী লীগ নেতা জাহেদুল আলম, নির্মলেন্দু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অ্যাড. আশুতোষ চাকমা, যুব ও ক্রীড়া সম্পাদক মংসেইপ্রু চৌধুরী অপু, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক দিদারুল আলম দিদার, জেলা পরিষদ সদস্য জুয়েল চাকমা ,আ. জব্বার, পার্থ ত্রিপুরা জুয়েল, শতরূপা চাকমা, জেলা যুবলীগ সভাপতি যতন কুমার ত্রিপুরা, জেলা ছাত্রলীগ সভাপতি টিকো চাকমাসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। বক্তরা এ সময় বলেন, জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করে আওয়ামী লীগের নেতৃত্ব রোধ করে দেশকে জঙ্গী রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করেছিল বিএনপি-জামায়াত জোট। এ ঘটনায় তারেক রহমানসহ জড়িতদের দেশে ফিরিয়ে এনে মামলার রায় কার্যকরের হোক। 

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর