বিশ্ব নদী দিবস উপলক্ষে বরিশালের কীর্তনখোলা নদীর তীরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নদীর অবৈধ দখল-দুষন এবং বালু মহাল ইজারা বন্ধ করা সহ নদীর নাব্যতা রক্ষার দাবিতে আজ সোমবার সকাল সাড়ে ১০টায় বিশ্ব নদী দিবস সম্মিলিত উদযাপন পর্ষদের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। বিশ্ব নদী দিবস সম্মিলিত উদযাপন পর্ষদের আহ্বায়ক সুরঞ্জিত দত্ত্বের সভাপতিত্বে মানববন্ধনে বরিশাল নদী বন্দর কর্মকর্তা আজমল হুদা মিঠু সরকার, সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি অধ্যাপক শাহ্ সাজেদা, উন্নয়ন সংগঠক আনোয়ার জাহিদ, সরকারী মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক আব্দুল মোতালেব হাওলাদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা নদীর অবৈধ দখল-দুষন এবং বালু মহাল ইজারা বন্ধ করা সহ নাব্যতা রক্ষার দাবি জানান।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ