৭ ডিসেম্বর, ২০১৯ ২১:১৫

পাকুন্দিয়ায় 'খুরশিদ উদ্দিন : জীবন ও রাজনীতি ১৯৫৪' গ্রন্থের প্রকাশনা উৎসব

কিশোরগঞ্জ প্রতিনিধি

পাকুন্দিয়ায় 'খুরশিদ উদ্দিন : জীবন ও রাজনীতি ১৯৫৪' গ্রন্থের প্রকাশনা উৎসব

কিশোরগঞ্জের পাকুন্দিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ খুরশিদ উদ্দিন আহমেদের জীবন ও কর্ম নিয়ে চার্টার্ড সেক্রেটারি আসাদুল্লাহ মাহমুদ রচিত 'খুরশিদ উদ্দিন: জীবন ও রাজনীতি-১৯৫৪' জীবনী গ্রন্থের প্রকাশনা উৎসব আজ শনিবার উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মনজুরুর রহমান, পুলিশের সাবেক ডিআইজি কুতুবুর রহমান, পুলিশ হেড কোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান, পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ হাসান, ব্যারিষ্টার নাজমুল করিম, চার্টার্ড সেক্রেটারী সাধন চন্দ্র দাস, ইনলাইন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আতাউল্লাহ সিদ্দিক মাসুদ, সাংবাদিক আহমেদ উল্লাহ প্রমুখ।

হাজী জাফর আলী কলেজের প্রভাষক তরীকুল হাসান শাহীন ও চার্টার্ড সেক্রেটারি আসাদুল্লাহ মাহমুদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য মুহম্মদ নুরুল্লাহ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার সিরাজুল ইসলাম, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিনিয়র নির্বাহী প্রকৌশলী আলমগীর খোরশেদ, পাকুন্দিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মো. কফিল উদ্দিন প্রমুখ।

খুরশিদ উদ্দিন আহমেদ ১৮৯৭ সালে পাকুন্দিয়া উপজেলার নারান্দী গ্রামে মালং পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি (১৯৫৪-৫৮ সালে) পূর্ব পাকিস্তান আইন পরিষদের সদস্য ছিলেন এবং (১৯৫৪-৫৬ সালে) যুক্তফ্রন্ট সরকারের পার্লামেন্টারি সেক্রেটারি ছিলেন। তিনি পাকুন্দিয়া সরকারি কলেজ, নারান্দী উচ্চ বিদ্যালয়সহ অনেক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন। ১৯৭৮ সালে তিনি পরলোক গমন করেন।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর