আবদুর রশিদ। বয়স ৯৫। তিনি এক সময় গ্রামগঞ্জে যাত্রাপালা করে বেড়াতেন। এখন পেশায় একজন নরসুন্দর। বয়সের ভারে নুয়ে গেছেন। তবুও তিনি খালি চোখে অন্যের চুল-দাড়ি কাটছেন নিখুঁতভাবে। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার গ্রামীণ হাটবাজারে ভাসমান সেলুনে চলছে তার জীবিকা। এই কাজে বেশ সুনাম রয়েছে আবদুর রশিদের। তাই তার কাছে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ছুটে আসেন চুল-দাড়ি কাটতে। এর মধ্যে অধিকাংশই নিম্নআয়ের মানুষ। স্থানীয়রা জানান, উপজেলার প্রতিটি হাটেই তার সেলুন থাকে রাস্তার পাশে। চুল কাটেন ৪০ টাকায়। আর সেভে ৩০ টাকা দিতে হয়। আবার অনেক দরিদ্র মানুষকে তিনি বিনা পয়সায় চুল-দাড়ি কেটে দেন। তার সেলুনের সরঞ্জাম বলতে একটি বড় আকারের আয়না, চেয়ার, চুল কাটা মেশিন, কাঁচি, ক্ষুর, স্যাভলন, সেভিং ক্রিম রয়েছে। এই ভাসমান সেলুন দোকানির বাড়ি পার্শ্ববর্তী আমতলী উপজেলার পুজাখোলা গ্রামে। এদিকে প্রতি সাপ্তাহিক হাটের দিন কলাপাড়া পৌর শহরের সুরেন্দ্র মোহন সড়কে গাছের সঙ্গে একটি আয়না সাঁটিয়ে ডালায় তার যন্ত্রপাতি সাজিয়ে চুল ও দাড়ি কাটেন। কম টাকায় চুল ও দাড়ি কাটা যায়, তাই তার ভাসমান সেলুনে ছুটে আসছেন একের পর এক নিম্নআয়ের মানুষ। ভাসমান সেলুন ব্যবসায়ী আবদুর রশিদের সঙ্গে কথা হলে তিনি জানান, এক সময় গ্রামগঞ্জে যাত্রাপালা করে বেড়াতাম। পাশাপাশি প্রায় ৬০ বছর ধরে এ কাজ করছি। এখনো খালি চোখে চুল কাটছি। আগে কাঁচি দিয়ে চুল-দাড়ি কাটতাম। সেই সময় পাঁচ-দশ টাকা কামাই করতে খুব কষ্ট হতো। এখন মেশিন দিয়েই চুল কাটছি। প্রতি হাটে ৫০০ থেকে ৬০০ টাকা আয় হয়। তবে তার আয়ে সংসারে স্ত্রী ও ছেলেমেয়েদের নিয়ে সুখেই আছেন বলে তিনি জানান। চা বিক্রেতা মো. হানিফ বলেন, তার কাছে বেশির ভাগ নিম্নআয়ের লোকজন চুল-দাড়ি কাটতে আসেন। কম টাকায় চুল-দাড়ি কাটা যায়। তাই প্রতি হাটের দিনে গ্রামগঞ্জের সাধারণ মানুষের ভিড় থাকে।
শিরোনাম
- পদ্মার ভাঙনে জাজিরায় দিশেহারা কয়েক হাজার মানুষ
- আগামী ৭২ ঘণ্টায় ফেনী জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে
- দেশে আসলো নতুন সুপারম্যান, সঙ্গে আছে জ্যাকি চ্যানও
- সাবালেঙ্কাকে হারিয়ে অঘটন, ফাইনালে অ্যানিসিমোভা
- মেয়েকে নিয়ে প্রথমবারের মতো গান গাইলেন ন্যান্সি
- আবারও ইংলিশ ফুটবলে ফিরছেন হেন্ডারসন
- ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় ক্যামেরুন ও মালাবির দু’টি স্থান
- সংবিধানে পরিবেশ অধিকারকে 'মৌলিক অধিকার' করার প্রস্তাব অ্যাটর্নি জেনারেলের
- মিটফোর্ডে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় গ্রেফতার ৪
- বেরোবিতে ছাত্রীর আত্মহত্যা, লাশ নিয়ে লাইভ করার চেষ্টায় উত্তেজনা
- ১১ জুলাইকে ‘প্রথম প্রতিরোধ দিবস’ ঘোষণা উপদেষ্টা আসিফের
- বিএনপি দেশে দ্রুত গণতান্ত্রিক উত্তরণ চায় : গয়েশ্বর
- বিমানে ‘বোমা থাকার’ ফোনে থামল কাঠমান্ডুগামী ফ্লাইট
- এসএসসি পরীক্ষায় সেনাবাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের অসাধারণ সাফল্য
- ফ্যাসিষ্ট হাসিনার মন্ত্রী আব্দুর রহমানের বিচার দাবিতে মানববন্ধন
- বাসের রেষারেষিতে জাবি শিক্ষার্থীর বাবার মৃত্যু, মৌমিতার ১০ বাস আটক
- লুট হওয়া অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
- কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি পাওয়ায় বেড়েছে বিদ্যুৎ উৎপাদন
- রামপুরায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
- শিবচরে সরকারি হাসপাতালে রোগীদের খাবার দিতে বিলম্ব, স্বজনদের ক্ষোভ
নব্বই পেরোনো এক নরসুন্দর
উত্তম কুমার হাওলাদার, কলাপাড়া (পটুয়াখালী)
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর