ইংরেজী নতুন বছরকে স্বাগত জানাতে জেলার বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় টাইগার নাট্যগোষ্ঠি মঞ্চস্থ করেছে নাটক 'ময়নার চর'। নাটকটির রচয়িতা আব্দুল হাই দুর্বার।
কনকনে শীত উপেক্ষা করে অংশ নেওয়া দর্শকদের হৃদয়ে নাড়া দিয়েছে এ নাটকটি। এছাড়াও অভিনেতাদের সাবলিল অভিনয়ের জন্য সকল বয়সের দর্শকদের প্রশংসাও কুড়িয়েছেন তারা।
স্থানীয় সাংবাদিক হারুন অর রশিদের নির্দেশিত তিন দিনব্যাপী মঞ্চস্থ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন, নাজমুল হক, সুমন, আশরাফুল, বিপ্লব, শামীম, ফজল, ফজল-২, আবু সালেক, আইয়ুব, কুসমত, রউফ, বেলাল, রহিম ও হারুন অর রশিদ এবং একমাত্র নারী চরিত্রে অভিনয় করে ঐশি।
চর দখলকে কেন্দ্র করে এগিয়ে চলে নাটকের কাহিনী। চর এলাকায় কিভাবে নিষ্পেশিত হয় সাধারণ কৃষক এবং গ্রাম্য মাতব্বরদের লোলুপ দৃষ্টির মুখে নারীরা কিভাবে সম্ভ্রম হারিয়ে পাড়ি জমায় পরপারে এবং নিজের ছেলে-মেয়েদের ভালোলাগা ভালোবাসাও ভুলুণ্ঠিত হয় -তাই ফুটে ওঠে নাটকে।
আয়োজকরা জানান, মঞ্চের অভাবে দীর্ঘ ৭/৮ বছর যাবত বালিয়াডাঙ্গী উপজেলার স্থানীয় যুবকরা নাটক পরিবেশনার সুযোগ থেকে বঞ্চিত ছিলেন। নবাগত উপজেলা নির্বাহী অফিসার খায়রুল আলম সুমন এবং উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল ও ভাইস চেয়ারম্যান মাজেদুর রহমান টাইগার নাট্যগোষ্ঠিকে উপজেলা পরিষদ মিলনায়তনে নাটক মঞ্চস্থ করার সুযোগ করে দিলে মঞ্চকর্মীরা ইংরেজী নতুন বছরকে স্বাগত জানাতে “ময়নার চর” নাটক পরিবেশনের উদ্যোগ গ্রহণ করে।
সংগঠনের পরিচালক হারুন অর রশিদ জানান, আমরা দীর্ঘদিন পর হলেও ঝিমিয়ে পড়া সাংস্কৃতিক অঙ্গনকে চাঙ্গা করার চেষ্টা করছি। ময়নার চর একটি অবহেলিত সমাজের চিত্র হিসেবে তুলে ধরা হয়েছে। নাটকটি দর্শকদের প্রশংসা পাওয়ায় আমরা ধন্য। আমাদের পরবর্তী চ্যালেঞ্চ দর্শকদের যাত্রামুখী করা। আজকাল যাত্রাপালার কথা মানুষ একটু নেতিবাচক ভাবেই দেখে। আমরা দর্শকদের সে ধারণা পাল্টে দিতে চাই। সেজন্য আগামীতে আমরা যাত্রাপালা করার সিদ্ধান্ত নিয়েছি।
বিডি প্রতিদিন/হিমেল