মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা তানজিমা খানম হত্যার বিচারের দাবি মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। সোমবার বেলা ১২টার দিকে স্কুল মাঠে মানববন্ধন করে শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী।
জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে গত ২৩ ডিসেম্বর চরমুগরিয়া এলকায় ট্রলি চাপা দিয়ে ঘটমাঝি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তানজিনা খানমকে হত্যা করা হয়। পরে আসাদুল হাওলাদার ও শহিদুল ইসলামকে আসামি করে হত্যা মামলা করা হয়। এদের বিচারের দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে তিনটি স্কুলের হাজার খানেক শিক্ষার্থী ঐক্যবদ্ধ হয়ে ঘাতকের বিচারের দাবি জানান। এসময় বক্তব্য রাখেন ঘটমাঝি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল হোসেন, দলিল উদ্দিন খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান, স্কুলের সহ-সভাপতি নুরুজ্জামান মোল্লা, স্থানীয় সমাজসেবক রশিদ সিং প্রমুখ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল হোসেন জানান, ‘শিক্ষিকা তানজিমাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। যে ট্রলি দিয়ে চাপা দেয়া হয়েছে সেই গাড়ির বৈধ কোন কাগজপত্র নেই। ড্রাইভিং লাইসেন্স ছাড়াই চালক ছিলেন। এদের কঠোর শাস্তির দাবি করছি।’
বিডি প্রতিদিন/হিমেল