বাগেরহাটের শরণখোলার মোল্লার বাজারে আগুন লেগে চারটি দোকান পুড়ে ছাই হয়েছে। রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে ধানসাগর ইউনিয়নের বাধাল গ্রামের ওই বাজারটিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই রাতে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিভাতে সক্ষম হয়।
ধানসাগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আসাদুজ্জামান স্বপন জানান, আগুনে সেলিম খানের ওষুধের ফার্মেসী, সিদ্দিকের মুদি দোকান, শাহিন খানের চায়ের দোকান ও নিরঞ্জন বালা সেুলন সম্পূর্ণ পুড়ে গেছে। ঘর ও মালামাল মিলে তাতে প্রায় কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। সময় মতো আগুন নিয়ন্ত্রণ করা না হলে বাজারের অর্ধশত দোকানপাট পুড়ে শেষ হয়ে যেত।
শরণখোলা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মেশফাকুল আলম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। সেলিমের ওষুধের ফার্মেসি থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। সময় মতো ঘটনাস্থলে পৌঁছায় বড় ধরণের ক্ষতির হাত থেকে বাজারটি রক্ষা পেয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার