বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভা নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে প্রতিদ্বন্দ্বী মেয়রসহ কাউন্সিলর প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার এসএম জাকির হোসেনের সভাপতিত্বে তার সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও দুপচাঁচিয়া পৌরসভা নির্বাচনে রিটার্নিং অফিসার মাহবুব আলম শাহ্।
পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা ইকবাল হোসেন সহ প্রতিদ্বন্দ্বী ৪ মেয়র প্রার্থী বেলাল হোসেন, জাহাঙ্গীর আলম, এনামুল হক টি রানা, আহম্মেদ আলী, কাউন্সিলার প্রার্থী মহিদুল ইসলাম, জয়মুদ্দিন প্রামানিক, জহুরুল ইসলাম খান মিলন, ইউনুস আলী মহলদার মানিক, আবু বক্কর সিদ্দিক সংরক্ষিত মহিলা কাউন্সিলার প্রার্থী নাইস মিজান প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল