বগুড়ায় বিপুল পরিমাণ ইউএস ডলারসহ কার্তিক চন্দ্র সরকারকে (৪৮) গ্রেফতার করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অফিসের কর্মকর্তারা।
সোমবার বিকালে বগুড়ার শেরপুর উপজেলার ঘোঘা ব্রিজের কাছে বাসে তল্লাশি করে কার্তিককে প্রথমে আটক করা হয়। তার শরীরে তল্লাশি চালিয়ে ৬২ হাজার ১৫০ ইউএস ডলার এবং বাংলাদেশি টাকা ৫৭ হাজার উদ্ধার করে।
বগুড়া জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অফিসের উপ পরিচালক মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়ার শেরপুর উপজেলার ঘোঘা ব্রিজের কাছে বাসে তল্লাশি চালানো হয়। বাসে তল্লাশি চলাকালে র্যাব সদস্যরা, থানা পুলিশ, উপজেলা প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এসময় বগুড়া থেকে একটি যাত্রীবাহি বাসে তল্লাশি করে ঢাকার আশুলিয়া থানার শিমুলতলীর কার্তিক চন্দ্র সরকারকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৬২ হাজার ১৫০ ইউএস ডলার এবং বাংলাদেশি ৫৭ হাজার টাকা উদ্ধার করা হয়। এ বিষয়ে শেরপুর থানায় মামলা দায়ের করা হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন