কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। প্রধান সড়কের পাশে অবৈধভাবে গড়ে উঠা এ সব দোকানপাট উচ্ছেদ করা হয়।
সোমবার (৬ জানুয়ারী) বিকালে টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুহাং আবুল মনসুরের নেতৃত্বে হ্নীলা ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ, টেকনাফ মডেল থানার উপ- পরিদর্শক (এসআই) মশিউর রহমান, ভূমি অফিসের নাজির কাজল কান্তি দাশসহ একটি টিম উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা পুরান বাজার ও টাওয়ার ষ্টেশন এলাকায় এ অভিযান চালায়। তবে উচ্ছেদকৃত স্থানে আগামীতে কোন ধরনের অবৈধ স্থাপনা বসানো হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সর্তক করা হয়।
টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুহাং আবুল মনসুর জানান, উপজেলার যেকোন স্থানে সরকারী জমিতে অবৈধ স্থাপনা গড়ে তোলা হলে তা উচ্ছেদ করা হবে। সে যত বড় প্রভাবশালী হউক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না।
বিডি প্রতিদিন/হিমেল