সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় রাকিব শিকদার (২৬) নামে এক পথচারী নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মাদানীনগর মাদ্রাসা এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহত রাকিব ট্যাংকলরীতে হেলপারের চাকরি করে বলে জানায় তার স্বজনরা। তার বাবার নাম মোবারক সিকদার। তার বাড়ি নারায়ণগঞ্জের বন্দর থানার দক্ষিণ লক্ষণখোলা এলাকায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) গৌতম তেওয়ারী জানায়, রাস্তা পারাপারের সময় অজ্ঞাত পরিবহনের চাপায় পড়ে সে ঘটনাস্থলে নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম