বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার রামপট্টি এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় ছোমেদ আলী সরদার (৭০) নামে এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত ৮টার দিকে এই দুর্ঘটনায় মোটরসাইকেল চালক ও আরোহী গুরুতর আহত হয়। দুর্ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধরা এক ঘণ্টার বেশি সময় মহাসড়ক অবরোধ করে রাখে।
আহতরা হলো উজিরপুর উপজেলার শিকারপুরের বাসিন্দা হেমায়েত মুন্সির ছেলে রাফি (৩২) এবং একই উপজেলার জাহাঙ্গীর আলমের ছেলে জয় (৩০)।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ওসি জাহিদ বিন আলম জানান, মোটরসাইকেল চালক দ্রুত গতিতে দুর্ঘটনা কবলিত স্থান অতিক্রমকালে পথচারী মুক্তিযোদ্ধা ছোমেদ আলীকে সজোরে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ছোমেদ আলী ঘটনাস্থলেই নিহত হয় এবং আহত হয় মোটরসাইকেলের চালক ও আরোহী। স্থানীয়রা তাদের উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাদের ঢাকায় প্রেরণ করা হয়। নিহত ছোমের আলীর মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে বলে ওসি জানিয়েছেন।
এদিকে দুর্ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা গাছের গুঁড়ি ফেলে মহাসড়কের রামপট্টি এলাকায় অবরোধ সৃষ্টি করে। এক ঘণ্টারও বেশি সময় ধরে অবরোধে মহাসড়কের দুই ধারে দীর্ঘ জানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের অনুরোধে অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধ জনতা।
বিডি-প্রতিদিন/শফিক