ঢাকার কুর্মিটোলায় ঢাবি শিক্ষার্থী ধর্ষিত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়ে বিক্ষোভ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন নেত্রকোনা জেলা সংসদ। গতকাল সোমবার রাত আটটায় তারা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
ছাত্র ইউনিয়নের সভাপতি মিথুন শর্মা অভি এবং সম্পাদক প্বার্থ প্রতিম সরকারের নেতৃত্বে শহরের কালিবাড়ি এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। পরে মিছিলটি শহরের ছোটবাজার স্থানীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। সেখানে মিছিলকারীরা মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশ করে।
এসময় সকল ধর্ষণ মামলার ও ঢাবি শিক্ষার্থীর ধর্ষককে তিন মাসের মধ্যে বিচারের আওতায় নিয়ে আসার জন্য সরকারের প্রতি আহ্বান জানায়।
বিডি-প্রতিদিন/শফিক