ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ৩ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে।
পাটুরিয়া ঘাট কর্তৃপক্ষ জানায়, কুয়াশার কারণে মধ্যরাত থেকে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। ভোররাত ৫টার দিকে কুয়াশার মাত্রা তীব্র আকার ধারণ করলে নদীর চ্যালেনের বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। এ সময় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সর্ম্পূণ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। সকাল ৮টার দিকে কুয়াশার তীব্রতা কমে আসলে ফেরি চলাচল আবার স্বাভাবিক হয়।
দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় ৪ শতাধিক ছোট-বড় যানবাহনের লাইন পড়েছে। এ্যাম্বুলেস, ছোট যানবাহন ও পচনশীল মালবাহী ট্রাক অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করানো হচ্ছে বলে জানায় কর্তৃপক্ষ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন