কক্সবাজার উত্তর বন বিভাগের ঈদগাঁওর গহীন অরণ্যে একটি মৃত মা হাতির সন্ধান পায় বনবিভাগ। ফুলছড়ি রেঞ্জের রাজঘাট বিটের জঙ্গল খুটাখালী মৌজার কাইস্যার ঘোনা এলাকায় গত শনিবার বিকেলে ওই মৃত হাতির সন্ধান পাওয়া যায়। খবর পেয়ে উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ও প্রাণিসম্পদ অধিদপ্তরের চিকিৎসকরা ঘটনাস্থলে ছুটে গিয়ে দেখেন, মৃত মায়ের পাশে একটি বাচ্চা হাতি বারবার শুয়ে পড়ছে। চোখ দিয়ে গড়িয়ে পড়ছে পানি। বারবার চিৎকার করে কান্না করছে। মাকে উঠানোর জন্য এদিক-ওদিক দৌড়াদৌড়ি করেছিল শাবকটি। পরে ব্যর্থ হয়ে মায়ের শোকে গহীন অরণ্যে নিরুদ্দেশ হয়ে গেছে সেই হাতির শাবকটি।
এলাকাবাসী জানান, মা হাতিটির দেহে বেশ কয়েকটি গুলির চিহ্নের মত দাগ রয়েছে। তাদের ধারণা কে বা কারা কয়েকদিন আগে মা-হাতিটিকে হয়তো গুলি করেছিল। এরপর চিকিৎসার অভাবে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
বিভাগীয় বন কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম জানান, মৃত হাতিটি ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানতে পারব।
এদিকে, মৃত মায়ের কোনো সাড়া-শব্দ না পেয়ে বারবার চোখমুখ স্পর্শ করছিল শাবকটি। মায়ের প্রতি অবুঝ হাতি শাবকের এমন ভালোবাসার দৃশ্য দেখে সেদিন সবার চোখে পানি চলে আসে।
বিডি প্রতিদিন/এ মজুমদার