বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদী থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে ওই উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের দাসেরহাট সংলগ্ন সন্ধ্যা নদী থেকে ওই লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
বানারীপাড়া থানার ওসি শিশির কুমার পাল জানান, গত সোমবার সন্ধ্যায় দাসেরহাট এলাকার লোকজন সন্ধ্যা নদীতে অজ্ঞাত এক ব্যক্তির লাশ ভাসতে দেখে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ নদী থেকে তার লাশ উদ্ধার করে। আনুমানিক ৪০ বছর বয়সের অজ্ঞাত ওই ব্যক্তির লাশে পচন ধরেছে।
পুলিশের ধারণা, লাশটি ৩/৪দিন ধরে নদীতে ভাসছে। লাশে পচন ধরায় তার গায়ে কোনো ক্ষত চিহ্ন আছে কিনা বোঝা যাচ্ছে না। তাই ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান ওসি শিশির কুমার পাল।
বিডি প্রতিদিন/এ মজুমদার