প্রপেলার (পাখা) ভেঙে যাওয়ায় নির্ধারিত সময়ের আড়াই ঘণ্টা পর ২ সহস্রাধিক যাত্রী নিয়ে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছে এমভি সুরভী-৯ নামে একটি যাত্রীবাহী লঞ্চ। সোমবার রাত ৯টায় লঞ্চটি বরিশাল নদী বন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা থাকলেও পাখা মেরামত করে ছেড়ে গেছে রাত সাড়ে ১১টার পর। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
সুরভী লঞ্চ কোম্পানীর পরিচালক রেজিন-উল-কবীর জানান, সোমবার রাত ৯টার দিকে বরিশাল নদী বন্দর থেকে যাত্রী নিয়ে ঢাকা উদ্দেশ্যে যাত্রা শুরু করে। লঞ্চটি ব্যাগার (পেছনের দিকে নেওয়া) দিয়ে নদী বন্দর ত্যাগের সময় বন্দরের বিপরীত পাশে চরকাউয়া এলাকায় পাথরের (সিসি ব্লক) সঙ্গে ধাক্কা লাগে। এতে লঞ্চের প্রপেলার (পাখা) ভেঙে যায়। প্রপেলার মেরামত শেষে রাত সাড়ে ১১টার পর লঞ্চটি ফের ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করে।
বরিশাল নদী বন্দরের ট্রাফিক পরিদর্শক মো. কবির হোসেন জানান, লঞ্চটি নির্ধারিত সময়ই বন্দর ত্যাগ করেছিল। পথিমধ্যে যান্ত্রিক ত্রুটি হয়। রাত সাড়ে ১১টার দিকে এক ইঞ্জিনে চালিয়েই তারা ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করে।
বিডি প্রতিদিন/এ মজুমদার