শরীয়তপুরে নিরাপদ, নিয়মিত ও মানসম্পন্ন অভিবাসন নিশ্চিত করার লক্ষে প্রেস ব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
“দক্ষ হয়ে বিদেশ গেলে অর্থ সম্মান দুই-ই মেলে” প্রতিপাদ্যে মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রেস ব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মামুন তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী আবু তাহের লিখিত বক্তব্য পাঠ করেন।
এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. খলিলুর রহমান, শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি অনল কুমার দে, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সদর উপজেলা নির্বাহী অফিসার মাহাবুর রহমান শেখ, অতিরিক্ত পুলিশ সুপার তানভীর আহমেদ শাওন, সহকারী পরিচালক, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস ফরিদপুর ষষ্ঠীপদ রায় প্রমুখ।
প্রেস ব্রিফিং ও সেমিনারে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ৩৫ জন সংবাদ কর্মীসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা অংশ নেন।
বিডি প্রতিদিন/কালাম