লালমনিরহাটের আদিতমারীতে বাসচাপায় দিনেশ চন্দ্র (৪৩) নামে এক ট্রাক্টর চালক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের আদিতমারী ফাতেমা ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দিনেশ চন্দ্র আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের চওড়াটারী জোড়াদেবী এলাকার মৃত জতীন্দ্র নাথের ছেলে।
স্থানীয়রা জানায়, জমি চাষ করতে ট্রাক্টরের জন্য ডিজেল কিনতে সকালে সাইকেলে করে ফাতেমা ফিলিং স্টেশনে যাচ্ছিলেন দিনেশ চন্দ্র। এ সময় পেছন থেকে আসা বুড়িমারীগামী যাত্রবাহী বাস দিনেশকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার