রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা নদীতে ভেসে আসা উদ্ধারককৃত এক কিশোরে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করেছে থানা গংগাচড়া থানা পুলিশ। লাশ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে উপজেলার কোলকোন্দ ইউনিয়ন পরিষদ সংলগ্ন তিস্তা নদীতে স্থানীয়রা এক কিশোরের লাশ দেখতে পায়। পরে তারা লাশটি উদ্ধার করে থানা পুলিশকে খবর দেয়। এদিকে নদী থেকে লাশ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তার বাবা জহুরুল হকসহ স্বজনরা। তাদের বাড়ি লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের কাঞ্চনশ্বর গ্রামে। তারাই নদীতে ভেসে আসা লাশটির পরিচয় নিশ্চিত করে।
জহুরুল হক জানান, তার ছেলে জীবন (১৩) মানসিক ভারসাম্যহীন।
গত ৪ জানুয়ারি শনিবার বিকেল থেকে সে নিখোঁজ ছিল। কোনো অভিযোগ না থাকায় থানা পুলিশ স্থানীয় জনপ্রতিনিধিসহ জনসাধারণের উপস্থিতিতে জীবনের লাশ তার বাবার নিকট হস্তান্তর করে।
এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান বলেন, আমরা ধারণা করছি ছেলেটি মানসিক ভারসাম্যহীন হওয়ায় নদীর তীর থেকে পানিতে পড়ে গেলে সাঁতার না জানায় তার মৃত্যু হয়। লাশটি স্থানীয় জনপ্রতিনিধির উপস্থিতিতে তার পরিবারের নিকট হস্তান্তর করেছি।
বিডি প্রতিদিন/এ মজুমদার