ঢাবির শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় নেত্রকোনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সচেতন শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় ছোটবাজার স্থানীয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধন করে। এতে জেলার বিভিন্ন কলেজ ও স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয় মিছিলটি মোক্তারপাড়া সড়ক হয়ে প্রেসক্লাবের সানে দিয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন আবু বকর সিদ্দিকী মো. আফিস নিবীর, পার্থ প্রতিম সরকার, সুলতান মাহমুদ শারলি, তাসমিয়া তহুরা, তাজিম রহমান, মো. ওবায়দুল্লাহ ও ফারদিনা প্রমুখ।
এসময় শিক্ষার্থীরা ঢাবির শিক্ষার্থীসহ সারাদেশে সংগঠিত সকল ধর্ষণের ঘটনার সুষ্ঠু বিচার দাবী করা হয়। দ্রুত এই ঘটনার বিচার না করলে সারাদেশে বিক্ষোভের হুঁশিয়ারি দেন তারা।
তারা বলেন, ধর্ষকের শাস্তি মৃতুদণ্ড কার্যকর করে বাস্তবায়ন না করা পর্যন্ত এই ভয়বহতা কমবে না।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ