বরগুনার পাথরঘাটা উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৮ ব্যবসায়ীকে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে এমপি গোলাম সবুর টুলু ফাউন্ডেশন ও স্মৃতি সংসদের পক্ষে উপজেলার তালুক চরদুয়ানী বাজারে জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সদস্য নাদিরা সুলতানা এ অর্থ তাদের হাতে তুলে দেন।
গত ১ জানুয়ারি রাতে উপজেলার তালুকের চরদুয়ানী বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ওই ঘটনায় প্রায় ১৮টি দোকান ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে ১২টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। সম্পূর্ণ পুড়ে যাওয়া ১২ দোকানের ব্যবসায়ীকে নগদ ৩ হাজার করে ও আংশিক ৬ জনকে ১ হাজার টাকা করে দেয়া হয়।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সোহরাব, পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি তারিকুল ইসলাম সুজন গাজী প্রমুখ।
বিডি প্রতিদিন/কালাম