ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় সিগারেটের আগুন থেকে দগ্ধ হয়ে আফতাব উদ্দিন (৮৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
সোমবার দিবাগত রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আফতাব উদ্দিন নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের ফুলকারকান্দি গ্রামের মৃত নিবা শাহ’র ছেলে।
ফুলকারকান্দি গ্রামের সাবেক ইউপি সদস্য মো. আবুল কালাম জানান, রাতের খাবার খেয়ে আফতাব তার ঘরে শুতে যায়। বিছানায় শুয়ার পর একটি সিগারেট ধরিয়ে ঘুমিয়ে পড়েন। তখন সিগারেটের আগুন থেকে মশারি ও বিছানায় আগুন লেগে তিনি দগ্ধ হন। পরে স্থানীয়দের সহযোগিতায় ঢাকা নেয়ার পথে ভৈরব যাওয়ার পর রাত ১০ টার সময় তিনি মারা যান।
নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজিদুর রহমান আগুন লেগে বৃদ্ধের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, সিগারেটের আগুন থেকে দগ্ধ হয়ে আফতাব উদ্দিন নামে একজন মারা যায়। তবে এ বিষয়ে থানায় কোনো মামলা হয়নি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন