বরগুনার আমতলী উপজেলার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল পুনর্মূল্যায়নের দাবিতে মানবববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। বিক্ষোভ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেছে শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। একই দাবিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে অভিযোগ দাখিল করা হয়েছে।
জানা গেছে, আমতলী বন্দর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মেধা তালিকার প্রথম ১৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ না পাওয়ায় এই শিক্ষার্থী এবং অভিভাবকরা বিক্ষুব্ধ। প্রকাশিত ফলাফলে কারসাজি অথবা অসঙ্গতি হয়েছে বলে দাবি করেন তারাও।
শিক্ষা প্রতিষ্ঠানের প্রাথমিক সমাপনী উত্তীর্ণ শিক্ষার্থী ফাহিম বলেন, বিভিন্ন পরিক্ষাতে ৯০ শতাংশের বেশি নম্বর পেলেও সমাপনীতে জিপিএ -৫ পাইনি। আমি মনে করি, আমাদের স্কুলের অনেকের ফলাফল জালিয়াতির মাধ্যমে বদলে দেয়া হয়েছে, আমরা চাই আমাদের পরীক্ষার খাতা পুন:মূল্যায়ন করে প্রকৃত ফলাফল প্রকাশ করা হোক।
বিডি-প্রতিদিন/মাহবুব