মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে সরকার। মাদকের সঙ্গে সম্পৃক্ত কাউকে কোনো ভাবেই ছাড় দেয়া হবে না। মাদক সেবী ও মাদক ব্যবসায়ীদের সামাজিকভাবে বয়কট করতে হবে। সমাজ থেকে মাদক নির্মূল করতে হলে যুব সমাজকেও ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন রাঙামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় রাঙামাটি জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগের আয়োজিত মাদক নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে মাদক বিরোধী র্যালি শেষে জেলা প্রশাসক এসব কথা বলেন।
এসময় রাঙামাটি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল হুদা, অতিরিক্ত পুলিশ সুপার মো. সুফি উল্ল্যাহ ও জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক, মো. ওমর ফারুক ও রাঙামাটি জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মে. আবদুল হামিদ উপস্থিত ছিলেন।
এর আগে রাঙামাটি জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে পৌরসভা চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন