নেত্রকোনা জেলায় এ বছর তিন লাখ ৮৯ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপস্যুল খাওয়ানো হবে বলে জানিয়েছেন সিভিল সার্জন। মঙ্গলবার দুপুরে জেলা সদর হাসপাতালের ইপিআই ভবনের হল রুমে ভিটামিন এ ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
জেলার সিভিল সার্জন মো. তাজুল ইসলামের সভাপতিত্বে ওরিয়েন্টশনে বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক আনিসুর রহমান। এসময় জেলার সিভিল সার্জন জানান, জেলায় মোট ২২৬৪ টি কেন্দ্রের মাধ্যমে এবার ভিটামিন এ ক্যাপস্যুল খাওয়ানো হবে। ১০ উপজেলায় স্থায়ী টিকাদান কেন্দ্রের সংখ্যা মোট ১২টা। অস্থায়ী ২০৬৪ টি। অতিরিক্ত কেন্দ্রের সংখ্যা ৮৬ টি ও মোবাইল কেন্দ্রের সংখ্যা ৩০টি। ৬ থেকে ১১ মাসের শিশুর সংখ্যা ৩৮,১৬৪ ও ১২ থেকে ৫৯ মাসের শিশুর সংখ্যা ৩,০৭,২৯৪। জেলায় বিভিন্ন পর্যায়ের মোট ৪৫২৮ জন স্বেচ্ছাসেবক থাকবে এই ক্যাম্পেইনে।
এসকল কেন্দ্র ছাড়াও কোন জায়গায় টিকা না পৌঁছালে বা কোন ব্যত্যয় ঘটলে সরাসরি সিভিল সার্জন বরাবর জানানোর অনুরোধ করেন তিনি।
বিডি প্রতিদিন/হিমেল