কুমিল্লার তিতাস উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে গোপন ভোটে নেতা নির্বাচন করা হয়েছে। শনিবার রাজধানীর সেগুনবাগিচায় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ছয়টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
তিতাস উপজেলার নয়টি ইউনিয়নের বিএনপির ২৭ জন কাউন্সিলর এই নির্বাচনে গোপন ব্যালটে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেন।
তিতাস উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে নির্বাচিত নেতারা হলেন, সভাপতি মো. সালাহউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক মো. ওসমান গণি ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আলী হোসেন মোল্লা, যুগ্ম-সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন মুন্সী, সাংগঠনিক সম্পাদক মো. জহিরুল ইসলাম জাদু মোল্লা ও কাজী মো. কবির হোসেন সেন্টু।
কুমিল্লা উত্তর জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার মঞ্জুুরুল আহসান মুন্সী নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন ও কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আক্তারুজ্জামান সরকার। সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো. এমদাদুল হক আখন্দ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন