বরিশালের মেহেন্দীগঞ্জে প্রতিবেশী এক কলারের ৯৯৯-এ ফোন পেয়ে স্ত্রীকে শারীরিক নির্যাতন করে চুল কেটে দেওয়ার অভিযোগে স্বামী জুয়েলকে (২৬) আটক করেছে পুলিশ।
সোমবার উপজেলার আশা গ্রাম থেকে ওই ব্যক্তিকে আটক করে পুলিশ।
মেহেন্দীগঞ্জ থানার উপ-পরিদর্শক এসআই ইয়াদুল জানান, জুয়েল তার স্ত্রীকে সন্দেহ করতেন। অন্য কারো সঙ্গে তার সম্পর্ক আছে। এ সন্দেহ থেকে তিনি স্ত্রীকে মারধর করেন ও চুল কেটে দেন। এ ঘটনায় ৯৯৯ এ ফোন দিয়ে তার এক প্রতিবেশী অভিযোগ করেন। সঙ্গে সঙ্গে ৯৯৯ ওই প্রতিবেশীকে মেহেন্দীগঞ্জ থানার ডিউটি অফিসারের কথা বলিয়ে দেন। এরপর পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নির্যাতনের শিকার সালমাকে (১৮) উদ্ধার ও অভিযুক্ত স্বামী জুয়েলকে আটক করেন।
এসআই ইয়াদুল জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন