নাটোরে কর্মহীন দুই শতাধিক মানুষের ঘরে ঘরে ঈদ উপহার পৌঁছে দিল আমানা গ্রুপ। গ্রুপটির ব্যবস্থাপনা পরিচালক মাসুদুল হকের পক্ষ থেকে কর্মহীন মানুষের মাঝে ঈদ উপহার তুলে দেন বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টুয়েন্টিফোরের নাটোর প্রতিনিধি নাসিম উদ্দীন নাসিম। এ সময় আরোও উপস্থিত ছিলেন গণমাধ্যমকর্মী মামুন খান, সাব্বির হোসেন মতুল, ছাত্রলীগ নেতা আজমাইন সাদ, শাহ আলম জুয়েল।
শহরের দক্ষিণ বক্ষাছা,উত্তর বক্ষাছা, পশ্চিম বক্ষাছা এবং উত্তর তেবাড়িয়া এলাকায় বাসায় বাসায় গিয়ে ঈদ উপহার হিসেবে ভাতের চাউল, পোলাওর চাউল, ডাল, আলু, লাচ্ছা সেমাই, দুধ, চিনি বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল