নোয়াখালীতে শহরের হাসপাতাল রোড হাউজিং এস্টেট এলাকায় অভিযান চালিয়ে কামরুল হাসান (৩২) নামে এক ভুয়া চিকিৎসক গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ভুয়া চিকিৎসক কামরুল হাসান লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চরপাগলা গ্রামের হোসেন আহমদের ছেলে। বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
জানা যায়, ভুয়া ওই চিকিৎসক র্দীঘদিন থেকে মাইজদী শহরে বিশেষজ্ঞ পরিচয়ে রোগী দেখছেন। অভিযোগ পাওয়ার পর তার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তিনি নিজেকে এমবিবিএস ডাক্তার প্রমাণ করতে ব্যর্থ হন।
এ ব্যাপারে সুধারাম মডেল থানার ওসি নবীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত ভুয়া চিকিৎসক কামরুল হাসানের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তদন্ত করে আরও ব্যবস্থা নেওয়া হবে। জানা যায়, দীর্ঘদিন থেকে জেলা শহর মাইজদীর বিভিন্ন হাসপাতালে ভুয়া ডাক্তার রয়েছে বলে অনেকে অভিযোগ করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার