কক্সবাজার শহরের সমুদ্র সৈকত সংলগ্ন কবিতা চত্বর এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার ভোরে কবিতা চত্বরের ঝাউবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এ সময় ঘটনাস্থল থেকে ১০০পিস ইয়াবা ট্যাবলেট, একটি দেশীয় তৈরি বন্দুক ও দুইটি কার্তুজ উদ্ধার করা হয়েছে।
কক্সবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি ) এস এম শাহজাহান কবীর জানান, শহরের কবিতা চত্বর ঝাউবাগানে গোলাগুলি হচ্ছে, স্থানীয়দের কাছ থেকে এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কিন্তু ততক্ষণে গোলাগুলি থেমে গেছে। এ সময় সেইস্থানে তল্লাশি চালালে গুলিবিদ্ধ একজনের মরদেহ, ১০০ পিস ইয়াবা, একটি দেশীয় তৈরি বন্দুক ও দুটি ব্যবহৃত কার্তুজের খোসা পাওয়া যায়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন